শেখ হাসিনা শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর সৃজনশীল করেছেন: এমপি নাবিল

0
220

নিজস্ব প্রতিবেদক, যশোর :যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আমলে শিক্ষাক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে কেউ তার ধারের কাছে আসতে পারবে না। শিক্ষাব্যবস্থাকে তিনি প্রযুক্তি নির্ভর সৃজনশীল করেছেন। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে পাঠদানের ব্যবস্থা করেছেন। শিক্ষক-কর্মকর্তাদের উচ্চ সম্মান দিয়েছেন তিনি। শিক্ষকরা শেখ হাসিনাকে কখনো ভুলতে পারবেন না।বুধবার (২৭ সেপ্টেম্বর) যশোর হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট কাজী নাবিল আহমেদ ভবন, একতলা বিশিষ্ট একাডেমিক ভবন, চারতলা বিশিষ্ট আইসিটি ভবন, নাসের শাহরিয়ার জাহেদী অডিটোরিয়াম, কলেজ প্রাঙ্গণে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহেদী ফার্মাসিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ও জেমকন গ্রুপের পরিচালক ডা. মালিহা মান্নান।কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন কলেজের ছাত্রী তাইফা আহমেদ জিতু।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।এরপর বিকালে নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে জেমকন গ্রুপের চেয়ারম্যান, আজকের কাগজের সম্পাদক ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পিতা কাজী শাহেদ আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি।নাগরিক অধিকার আন্দোলনের জেলা আহবায়ক নুরুজ্জামান মাস্টারের সভাপতিত্বে ও সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠুর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন কমিটির জেলা সদস্য আহসান উল্লাহ ময়না, আশরাফুজ্জামান বাবু, আবু মুসা মধু ও মোবাশ্বের হোসেন বাবু।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদস্য খায়রুজ্জামান রয়েল, যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দফতর সম্পাদক হাফিজুর রহমান, জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজ্জামান, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here