যশোর অফিস : যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার একটি বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন মারা গেছে অপরজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ন’টার দিকে ওই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় মৃত ব্যক্তির হচ্ছেন, মশিয়ার রহমান (৫৩) ও আহত হয়েছেন রবি মোল্লা (৪৫)। তারা দুজনেই দু’জনেই নির্মাণ শ্রমিক। উভয় শহরের শংকরপুর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সাংবাদিকদের জানিয়েছেন ,বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য নির্মাণ শ্রমিকরা রডের কাজ করছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে তারা স্পৃষ্ট হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।
অপর আহত রবি মোল্লাকে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।















