যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু রোগীদের জন্য ১,০০,০০০ মিলিলিটার (১০০ প্যাকেট) ‘ইঞ্জেক্টেবল এন এস স্যালাইন’ বিতরণ কর্মসূচি 

0
241
যশোরের খড়কী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১লা অক্টোবর, ২০২৩; যশোর সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয় ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন বিতরণ কর্মসূচি। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ‘ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও ইঞ্জেক্টেবল স্যালাইন (সোডিয়াম ক্লোরাইড বি পি ০.৯%) বিতরণ কর্মসূচি’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. বিপ্লব কান্তি বিশ্বাস (সিভিল সার্জন, যশোর)। যশোরের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতার কথা বিবেচনায় নিয়ে ইঞ্জেক্টেবল স্যালাইন এর সংকট হেতু চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়াতে চায় সংগঠনটি, পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই আয়োজন। অনুষ্ঠানে আইডিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু রোগীদের জন্য ১,০০,০০০ মিলিলিটার ‘ইঞ্জেক্টেবল এন এস স্যালাইন’ উপহার স্বরূপ যথাযথ কতৃপক্ষের নিকট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে প্রতিষ্ঠান টি।
উক্ত উদ্যোগের নেপথ্যে থাকা আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা জনাব মো হামিদুল হক অসুস্থতা জনিত কারণে অনুপস্থিত থাকলেও তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় আয়োজনের শুরুতেই। তিনি জানান, “ডেঙ্গু কীরূপ ভয়াবহ আকার ধারণ করেছে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে ডেঙ্গু যে ভয়াবহ এ নিয়ে কোন বিতর্ক নেই। এজন্যই আজকের আয়োজনের মুখ্য উদ্দেশ্য সেচ্ছাসেবী সংগঠন গুলো পারে জনসচেতনতা তৈরী করে এর প্রকোপ রোধ করতে। পাশা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে ডেঙ্গু জ্বর চিকিৎসায় ব্যবহৃত ‘ইঞ্জেক্টেবল NS স্যালাইনের স্বল্পতা হেতু আক্রান্ত রোগীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা-র একঝাঁক নিবেদিত শিক্ষার্থী। তারা নিজেদের জমানো অর্থ থেকে নানান জায়গা ঘুরে এই ১০০ প্যাকেট স্যালাইন সংগ্রহ করেছে এবং এ ধারা অব্যাহত রয়েছে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডা. বিপ্লব কান্তি বিশ্বাস (সিভিল সার্জন, যশোর) বলেন, “আইডিয়া আজ সকল স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর জন্য একটি বার্তা হয়ে দাঁড়ালো। এই ১০০ টি স্যালাইন ১০০ জন রোগীর দীর্ঘশ্বাস দূরীকরণে ভূমিকা রাখবে। এভাবে সমাজের সকল বিত্তবানেরা এগিয়ে আসলে ভয়াবহ পরিস্থিতি কে মোকাবিলা করা সহজ হবে। আমি কৃতজ্ঞ আইডিয়া সমাজকল্যাণ সংস্থা র প্রতি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি, ডা. মো নাজমুস সাদিক রাসেল (ডেপুটি সিভিল সার্জন, যশোর) বলেন, “আইডিয়া-র আইডিয়া সব সময় আলাদা। অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন রাও অনেক অবদান রাখছে, কিন্তু কষ্ট করে স্যালাইন একত্রিকরণ এর এই উদ্যোগ আইডিয়ার একটি মহৎ চিন্তা। কিছু স্যালাইন স্বল্পতা আমরা আসলেই ফেইস করছিলাম, যার জন্য এই উদ্যোগ কে অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যশোর প্রেসক্লাব, যশোর এর যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন বলেন, “আইডিয়া সমাজকল্যাণ সংস্থা একাধিক উদ্যোগ বছরের পর আমরা দেখছি। এই উদ্যোগ টিও ব্যতিক্রম এবং সময়োপযোগী। এভাবেই সচেতন কার্যক্রম পরিচালনা করতে হবে সকল কে, তাহলেই এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা সম্ভব।” আইডিয়া সমাজকল্যাণ সংস্থা র সভাপতি সোমা খান বলেন, “যেকোন প্রাকৃতিক দূর্যোগ কিংবা মহামারি পরিস্থিতি তে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা সর্বাত্মক চেষ্টা করে অসহায় মানুষ এর পাশে দাঁড়াতে। অর্থ দিয়ে হোক কিংবা বুদ্ধি দিয়ে অথবা সংঘবদ্ধতা দিয়ে। আজকের উদ্যোগ টিও তার ই প্রমাণ।”
অনুষ্ঠানের সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, “এই স্যালাইন কোন একটি দোকান কিংবা একটি কোম্পানি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি, বরং আইডিয়ার স্বেচ্ছাসেবক রা সারা শহর ছুটে বেড়িয়ে এই স্যালাইন একত্র করেছে। আমাদের অল্প অল্প জমানো টাকা দিয়ে আমরা সংগঠন থেকে এমন একটি উদ্যোগ নিয়েছি এবং অব্যাহত রাখার পরিকল্পনা করেছি। সুহৃদ মহলের ও সমাজের বিত্তবানেরা, স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এগিয়ে আসলে বিপদ আমরা মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here