খালে অবৈধ বাধার কারনে ফার্মে পানি ঢুকে ঝিকরগাছায় পোল্ট্রি চাষি গোলামের ২হাজার মুরগী মারাগেছে

0
158
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : খালে অবৈধ ভাবে বাধাদিয়ে মাছ চাষ করার কারনে ফার্মে পানি ঢুকে ঝিকরগাছায় পোল্ট্রি চাষি গোলাম হোসেনের প্রায় ২হাজার মুরগী মারাগেছে। এ ঘটনায় মাছচাষি কোতোয়ালি থানাধীন মাহিদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুর রহমানের নামে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পোল্ট্রি চাষি গোলাম রসুল।লিখত অভিযোগ সুত্রে জানাগেছে, ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে গোলাম রসুল পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার স্বরণপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের নিকট থেকে একটি পোল্ট্রি ফার্ম ভাড়া নিয়ে প্রায় ২হাজার সোনালী মুরগী চাষ শুরু করে। সম্প্রতি স্বরণপুর থেকে কপোতাক্ষ নদ অভিমুখে যাওয়া খালটি বাধদিয়ে মাছ চাষ শুরু করেছে আব্দুর রহমান। ফলে গত বৃহস্পতিবার রাতে হওয়া প্রচন্ড বৃষ্টিতে খালের উপচে পড়া পানি মুরগী ফার্মে ঢুকে পড়ে। এতে ফার্মে থাকা সমস্ত মুরগী মারাগেছে। যার আনুমানিক ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে গোলাম রসুল ফার্মে গিয়ে এই দৃশ্য দেখে মাছ চাষি আব্দুর রহমানের নিকট ক্ষতিপুরন দাবি করলে ক্ষতিপুরন না দিয়ে উল্টো খুনজখমের হুমকি দেয়। ফলে নিরুপায় হয়ে গোলাম রসুল মনিরামপুর থানায় লিখত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে   খেদাপাড়া পুলিশ ফাঁড়ির এ এস আই মিলন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গোলাম রসুল ও তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here