মণিরামপুর থানা পুলিশের অভিযানে ৩ গরু চোরসহ আটক- ১১

0
464

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ মণিরামপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিসহ ১১জন গ্রেফতার হয়েছেন।
শনিবার (৭ অক্টোবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওয়ারেন্টভুক্ত আসামি – উপজেলার কাশিমনগর গ্রামের হাসমত উল্লাহের ছেলে হায়দার আলী, আব্দুল মজিদ গাজীর ছেলে লাভলু গাজী, কদমবাড়িয়া গ্রামের মহিবুল্লাহের ছেলে নাজমুল সাকিব, বাগডোবা গ্রামের কুদ্দুস আলীর ছেলে দ্বীন মোহাম্মদ, খাটুরা গ্রামের সাবেত আলীর ছেলে সিদ্দিক, কায়েমকোলা গ্রামের জামশেদ মোড়লের ছেলে আসানুর রহমান ঝন্টু, হুরগাতী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সোহান, মাদক মামলার আসামি নলডাঙ্গা গ্রামের আব্দুল করিম খানের ছেলে মাসুদ রানা।
এছাড়াও ৪টি চোরাই গরুসহ ৩ জন চোর দলের সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফুলতলা উপজেলার দাউকোনা গ্রামের সবুর সরদারের ছেলে শাহিন সরদার, জামিরা গ্রামের আব্দুল রাজ্জাক গাজীর ছেলে রাকিব গাজী ও রমজান গাজী।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, রোববার দুপুরর গ্রেফতারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here