যশোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

0
151
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ায় এক গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে শামিম ও আল আমিন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে রূপদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো যশোর সদর উপজেলার জিরাট গ্রামের নূর আলীর ছেলে শামিম ও আব্দুর রহমানের ছেলে আল আমিন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গতকাল শনিবার এক গৃহবধূ গণধর্ষনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত সোহেল পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাকে আটকে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here