কালীগঞ্জে আগুনে পুড়লো গোডাউনসহ ২টা দোকান

0
149
স্টাফ রিপোর্টার কালিগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন রাজধানী ক্রোকারীজ ও মিজানুর এ্যালুমিনিয়ামসহ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে  পুড়ে গেছে।
সোমবার  সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাটতে যাওয়ার সময় আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।  দুই দোকানসহ গোডাউন আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিজানুর এ্যালমুনিয়মের মালিক মিজানুর রহমান জানান, দোকানে আগুন লাগার সংবাদ শুনে ছুঠে এসে  দেখতে পায় আমার দোকান গোডাউন  সহ পাশে রাজধানী ক্রোকারীজ  রফিকুল ভায়ের দোকান গোডাউনে আগুন ধরেছে। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের সহ পিছনের গোডাউনে সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুজনের আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে। প্রায় দুই ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here