মা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক – এমপি আফিল উদ্দিন

0
170

শার্শার সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, প্রতিটি মা-ই তার সন্তানের নিকট পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আপনার গাড়ি বাড়ি সোনা গহনা যায় থাক না কেন ওটা কিন্তু কোন সম্পদই না। শ্রেষ্ঠ সম্পদ কিন্তু আপনার সন্তান। সেই শ্রেষ্ঠ সম্পদ কেউ যদি শ্রেষ্ঠ সম্পদশালীতে পরিণত করতে না পারেন তাহলে মা-বাবা হিসেবে আপনি ব্যর্থ। আমাদের এই সমাজের উন্নয়নটা করতে গেলে ছেলে-মেয়েদের কে শ্রেষ্ঠ সম্পদে পরিণত করতে হবে। এখন মোবাইলের যুগ। ছেলেমেয়েরা দেখবেন সারাক্ষণ মোবাইল টেপাটেপি নিয়ে ব্যস্ত থাকে। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখে থাকি তাদের নিষেধ করলে অনেকে বিষ খায় গলায় দড়ি দেয়। আপনার বাচ্চা যখন ছোট থাকে তখন তাকে কোলে বুকে নিয়ে আপনি কত আদর করেছেন। কিন্তু সে যখন একটু বড় হয়ে যায় তখন সে কোলে উঠে না এবং আপনিও তার কোলে বুকে জড়িয়ে আদর করেন না। এই একটা ভুল আমরা করে যাচ্ছি।
আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম একটা ভুল যদি আমরা না করি। দেখবেন আপনার সন্তান আপনারই থাকছে। আপনার সন্তান যদি সারাক্ষণ মোবাইল নিয়ে চলে দেখবেন সে মোবাইল এরই হয়ে গেল। আপনার সন্তান যদি মোবাইল নিয়ে গল্প করে আরেক বন্ধুর সাথে। তাহলে আপনার সন্তান তো সেই বন্ধুরই হয়ে গেল। বন্ধুত্বটা করতে হবে আপনার সন্তানের সাথে। প্রত্যেকটা মা যদি সন্তানের সাথে বন্ধুত্ব করে তাহলে ওই সন্তান আপনার কাছে মাথা নত করছে। সে কোন বিপথে যাবে না। আপনার সন্তান অষ্টম, নবম, দশম শ্রেণীতে পড়ে। আপনারা মা, মনে করে দেখেন তো কত দিন তাকে কোলে বুকে নিয়ে আদর করেননি। আপনাদের হয়তো মনেই নেই। ওই সন্তানকে যদি আদর করেন। দেখবেন সে আপনার দিকেই চলে আসছে। সন্তানদের সাথে বন্ধুত্ব করেন। দেখবেন সে প্রকৃত সম্পদশালীতে পরিণত হবে। আপনি তাকে আহ্বান করেন নাড়া দেন তার সাথে সময় দেন বুকে জড়িয়ে রাতে তার সাথে একদিন থাকেন। দেখবেন সে আপনার কথামতোই চলছে। বন্ধু বান্ধবী পাতান ছেলে-মেয়েদের সাথে। তাহলে ছেলে অন্য বন্ধু ও মেয়ে অন্য বান্ধবী খুঁজে বেড়াবে না। মা আপনারা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষক এই বিদ্যালয়ের একরকম আর আপনারা মূল শিক্ষক কিন্তু মা। আমি আশা করবো আপনারা বাচ্চাদের সঙ্গী হবেন। কি করছে কিনা করছে সব সময় খেয়াল রাখবেন।
বর্তমান সরকার শিক্ষা সহ নানা ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা অর্জন করে চলেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা। তার সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এটা যদি আমরা শিকার না করি তাহলে আমরা জাতি হিসেবে অকৃতজ্ঞ। শার্শায় আমি ব্যক্তি আপিল কারোর অপছন্দের হতে পারি, কিন্তু আমার হাত দিয়ে বর্তমান সরকারের যে উন্নয়ন তা অস্বীকার ও অপছন্দ করার কোন সুযোগ নেই। তাই উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের ছেলে-মেয়ের সহ উত্তর শার্শার ডিহি, নিজামপুর লক্ষণপুর ইউনিয়নের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে একটা সময় নাভারণ যেতে হতো। কতইনা দুর্বিষহ কষ্ট হতো তাদের। ২০০৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি তাদের কষ্ট লাঘব করতে শাড়াতলায় একটি এসএসসি পরীক্ষার সেন্টার করে দিয়েছি। এই ইউনিয়নে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যালয় গুলোতে যেখানে কোন ভাল বিল্ডিং ছিল না সেখানে সুশিক্ষা নিশ্চিতকরণের জন্য বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি করা হয়েছে। উত্তর শার্শার মানুষের চলাচলের সুবিধার জন্য শার্শা কামারবাড়ি মোর হতে ব্যাঙদা পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অচিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সুবিধা ভোগ করবেন।
তিনি গতকাল বুধবার দুপুরে শার্শার শাড়াতলা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নব-নির্মিত ১ লা একাডেমিক ভবন ও শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ অংশের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না খাতুন ও নুরুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ এস,এম আকিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইসলাম সরদার, উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লিলিফুন নাহার লিলি, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, ডিহি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক আব্দুল জলিল, যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, সাবেক ছাত্রলীগের সভাপতি আয়ুব খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং ডিহিসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here