ঝিকরগাছায় প্রাচীর ভেঙ্গে বিধবার জমি দখলের অভিযোগ

0
144

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছায় প্রাচীর ভেঙ্গে নাজমা আক্তার নামের এক বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে উপজেলার নাভারন আকিজ কলেজিয়েট স্কুলের পিছনে।বিধবা নাজমা আক্তার ওই গ্রামের মৃত: শওকত আলীর স্ত্রী। এ ঘটনায় নাজমা আক্তার ৯৯৯ এ ফোন করলে ঝিকরগাছা থানার এস আই বখতিয়ার ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বললেও তারা শোনেনি। জানাগেছে, ৮৪নং নাভারন মৌজার ৭০নং খতিয়ানের ১৪৩৪ দাগে বিধবার স্বামী শওকত আলীর নামে ৮ শতক জমি ছিল। শওকত আলীর ছোট ভাই মহসিন আলীর বাড়ি করার যায়গা না থাকায় উক্ত ৮শতক জমি হতে ৪ শতক জমি রেজিষ্টি করে দেয়। যার দলিল নং-৩১২২, বাকি ৪ শতক জমি তার স্ত্রী নাজমা আক্তারের নামে রেজিষ্টি করে দেয়। উক্ত জমি উভয়ের রাস্তার পজিশন সমান উল্লেখ করে লম্বালম্বি ভোগদখল করবেন বলে দলিলে উল্লেখ করা হয়। কিন্তু ছোটভাই মহসিন আলীর বাড়ি করার সার্থে উক্ত জমির সামনের অংশ হতে তাকে সমান ভাগে ৪ শতক করে জমি প্রাচীর দিয়ে ভোগ দখলে ছিল। সম্প্রতি মহসিন আলী উক্ত ৪শতক জমি একই গ্রামের বোরহান উদ্দিনের স্ত্রী ফেরদৌসি বেগম পুতুলের নিকট বিক্রি করে দেয়। ফেরদৌসি বেগম পুতুলগং বিধনা নাজমা আক্তারকে কোন কিছু না জানিয়ে শুক্রবার সকালে পুরাতন প্রাচীর ভেঙ্গে দেয়। অতঃপর ফেরদৌসি বেগম পুতুলের স্বামী একই গ্রামের বোরহান উদ্দিন, নজরুল ইসলাম ও তার ছেলে হায়দার আলী মিন্টুসহ ২০/২৫ জন শ্রমিক (রাজমিস্ত্রী) জোরপূর্বক বিধবার জমির মধ্যে প্রায় ৬ফুট দুরত্বে নতুন করে প্রাচীর নির্মান করে দখলে নিয়েছে। ফলে ৬ফুট/৫৬ফুট আধাশতাংশ জমি দখলে নিয়েছে। জানতে পেরে বিধবা নাজমা আক্তার ৯৯৯ এ ফোন করলে ঝিকরগাছা থানার এস আই বখতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বললেও তারা কাজ বন্ধ করেনি। বরং তড়িঘড়ি করে কাজ শেষ করেছে। এ ব্যাপারে জানতে চাইলে নাভারন ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। জমিটি পূর্নরায় মাপা হবে। প্রাচীর যদি বাদি পক্ষের জমির ভিতরে ঢুকে যায় তাহলে তারা নিজ খরচে সরিয়ে নেবে। এস আই বখতিয়ার রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। তবে কাজ প্রায় শেষের দিকে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here