কয়রায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আ’লীগ নেতা ইঞ্জিঃ মাহবুব 

0
162
কয়রা(খুলনা)প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম।
গতকাল শনিবার (২১ অক্টোবর)  বিকেল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার মালিখালি,বোগা,চটকাতলা, গাজীনগর,কয়রা সদর দক্ষিণ মদিনাবাদ, ৩ নং কয়রা, বড়বাড়ী,দক্ষিণ মঠবাড়ী, খড়িয়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটি ও দর্শনার্থীদের মাঝে সরকারের উন্নয়ন সম্বলিত পোস্টার বিতরণ  করেন।
পরে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল সেটি হচ্ছে সংবিধান।
সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশীয় রাজাকার, আলবদর, আলশামস মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদের পাশবিক নির্যাতন অত্যাচার করেছে। তারা এখনও সনাতনী হিন্দুধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিভিন্ন পূজা-পার্বণে আঘাত হানার চেষ্টা করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে অসভ্য কুলষিত রাজনৈতিক দর্শনের নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে।
শারদীয়া দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের সময়ে ঐক্যবদ্ধভবে মুক্তিযুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, ওদের আত্মসমর্পণে বাধ্য করেছিলাম ঠিক তেমনই ষড়যন্ত্রকারি দেশ বিরোধী শক্তিকে আত্মসমর্পণ করতে বাধ্য করবো। নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আমরা সকল ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারবো এমন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারি সেই লক্ষ্য বাস্তবায়ন করতে এই এলাকার সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সনাতন ধর্মালম্বী সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় আরও উপস্হিত ছিলেন সাবেক পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃঞ্চপদ মন্ডল,পাইকাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক বীজন বিহারী সরকার,আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর ঢালী,আওয়ামীলীগ নেতা কুদ্দুস সানা,কবিদাস বাহাদুর,আজমির হোসেন মন্টু পাড়, পাইকগাছা যুবলীগের যগ্ন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,দপ্তর সম্পাদক গৌরাঙ্গ মন্ডল,সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শুকুমার মন্ডল,যুবলীগনেতা শাহাবুদ্দিন মালি, আজিয়ার গাজী,কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম,কয়রা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here