বাঘারপাড়ায় ৯৭টি পুজা মন্ডপে আরশাদ পারভেজের অনুদান প্রদান 

0
191
আজম খান, বাঘারপাড়া(যশোর) :  যশোরের বাঘারপাড়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ৯৭টি পুজা মন্ডপে অনুদান প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
 বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল রোববার বিকাল ৫টায় উপজেলার বর্ণময় কিন্ডার গার্ডেন মাঠে মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান প্রদান করা হয়।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ দিলু পাটোয়ারী, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন, আওয়ামীলীগ নেতা ও বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বকুল, কামাল হোসেন, মাজহারুল ইসলাম তুর্কি, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মৎসজীবীলীগের সাধারণ সম্পাদক অশোক কুমার শাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here