পাইকগাছায় বীজ-সার বিতরণ, প্রধানমন্ত্রীর ঘোষনা কোথাও একখন্ড জমিও পতিত রাখা যাবে না। —এমপি বাবু। 

0
161
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন “গ্রামের একখন্ড জমিও পতিত রাখা যাবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ ঘোষনা বাস্তবায়নের জন্য কৃষকদের প্রতি আহবান জানান। ২৬ অক্টোবর  বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ২৩-২৪  অর্থ বছরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করে তিনি  প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। দেশের ও নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে তিনি আরোও বলেন, কৃষি উৎপাদন বাঁড়াতে কৃষি বান্ধব এ সরকার প্রনোদনা দিয়ে কৃষকদের সহয়তা করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে বীজ- সার বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তুহিনের পরিচালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নূরুল হুদা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিৎ দাশ,ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সুফলভোগীরা কৃষক-কৃষানীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here