যশোর: দেশব্যাপী বিএনপির সকাল-সন্ধ্যা অবৈধ হরতালের প্রতিবাদে যশোরে প্রতিবাদ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ
সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের হয়। গাড়িখানা, চৌরাস্তা, চিত্রামোড়সহ মিছিলটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।মিছিলে অংশ নেন জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের ত্রান ও পুর্নবাসন কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, বর্তমান সহ-সভাপতি আরিফুর রহমান সাগর, রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা তছিকুর রহমান রাসেল প্রমূখ। প্রতিবাদ মিছিল থেকে স্লোগানে স্লোগানে জানানো হয়, ‘বিএনপির অবৈধ হরতাল দেশবাসী মানে না, মানবে না। জীবন-জীবিকার তাগিদে সাধারণ মানুষ কর্মস্থলে থাকবে। ব্যবসা-বাণিজ্য, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, গাড়ি-ঘোড়া যথারীতি চলবে। কেউ অশান্তির চেষ্টা করলে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথেই তাদের প্রতিহত করা হবে। দেশবাসীর ক্ষতি হবে এ ধরণের পরিকল্পনা কাউকে বাস্তবায়ন করতে দেয়া হবে না। রাজাকার, আলবদরসহ মুক্তিযুদ্ধের বিপক্ষের বাংলার মাটিতে কোন অবস্থান থাকবে না। কেউ নাশকতা করার পায়তারা করলে উপযুক্ত জবাব পাবে’।















