শার্শায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0
177

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রোববার সকাল ১০ টায় শার্শা উপজেলা পরিষদের আয়োজনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবী দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে শার্শার প্রত্যক্ষ উপকার ভোগী জনসাধারণের পক্ষ হতে আগামী ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হবে।
প্রস্তুতিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দিন, চেয়ারম্যানবৃন্দ, শার্শা উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here