ঝিকরগাছায় সরকারি সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

0
175
Exif_JPEG_420
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা\ যশোরের ঝিকরগাছায় উপজেলার সরকারি সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন পিপিএম, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কে এম মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান ও উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, নাভারন সার্কেল ও থানা পুলিশ, জনপ্রতিনিধিবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিবৃন্দ, বয়স্কভাতা, বিধবাভাতা ও আশ্রয়ন প্রকল্পের ঘর প্রাপ্তরাও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here