চুয়াডাঙ্গার দর্শনা বাড়া‌দি সীমান্তে  বি‌জি‌বির চোরাচালান বি‌রোধী অভিযানে ১২ লাখ টাকার ৭কে‌জি রূপা সহ আটক-২

0
415
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাড়াদী বি‌জি‌বি সদস্যরা চোরাচাল বি‌রোধী অভিযান চা‌লি‌য়ে প্রায় ৭ কেজি দানাদার রূপাসহ ২ জন অভিযুক্ত চোরাচালানীকে আটক করেছে।
বুধবার রাত ৯ টার দিকে বিজিবির পক্ষ থেকে জানায়, দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা-৬  বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নি‌দে‌র্শে দামুড়হুদা উপ‌জেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়া‌দি বি‌জি‌বি ক্যা‌ম্পের হা‌বিলদার ম‌নির হো‌সেন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌ত্বে সঙ্গীয় সদস্য‌দের নি‌য়ে চোরাচালান বি‌রোধী সীমান্তের  হৈবৎপুর মাঠে অভিযান চালায়।
এ সময় সন্দেহজনক ভাবে  ৩ জনের গ‌তি‌রোধ করা হ‌লে তারা পালা‌নোর চেষ্টা ক‌রে। বি‌জি‌বি ধাওয়া ক‌রে হৈয়বতপুর গ্রামের আবুল কা‌শে‌মের ছে‌লে আবু বক্কর (২২), ও হিসাব আলীর ছে‌লে ইমার হামজাকে (২৩) আটক করে। বি‌জি‌বির পক্ষ থে‌কে বলা হ‌য়ে‌ছে আটককৃত‌দের দেহ তল্লা‌শি চা‌লি‌য়ে ৬ কেজি ৯৯০ গ্রাম দানাদার রূপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দানাদার রূপার বাজার মৃল্য নির্ধারণ করা হ‌য়ে‌ছে ১২ লক্ষ টাকা।এ ঘটনায় বাড়াদী ক্যাম্পের হাবিলদার মনির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত রূপা চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here