মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নাট্যকার সালাহ্উদদীন আহমেদ মিলটনের রচনা ও নির্দেশনায় মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক রাইফেল-৭১ মঞ্চয়ন হয়।
পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সিকান্দার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আবু আব্দুল্লাহেল কাফি।
পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ এর সার্বিক তত্বাবধানে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, কবি শেখ রেজাউল হক রিজু, অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম বাবু ও বিশিষ্ট নাট্যকার কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন প্রমূখ।















