ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপি জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

0
399
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমেন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া শহরে কলাবাগান এলাকা থেকে ছাত্রদল নেতা রাজ হিমেল ও হরিণাকুন্ডুর শাখারীদহ এলাকা থেকে বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ঝিনাইদহ জেলায় শুক্রবার দুই জামায়াত সমর্থকসহ ১৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার সুপার আজিম-উল-আহসান জানান, অবরোধকে কেন্দ্র করে নাশকতা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। অবরোধকালীন সময়ে নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ঝিনাইদহ সদর উপজেলার ২, শৈলকূপায় ৩, কালিগঞ্জে ৪, কোটচাঁদপুরে ও মহেশপুর উপজেলায় ৩ জন করে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here