মহেশপুর (ঝিনাইদহ)অফিস : ঝিনাইদহের মহেশপুরে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত যুবক কবির হোসেন মারা গেছে। শুক্রবার সকালে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের কওছার আলীর ছেলে।
স্থানীয় প্রতিবেশি ও থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে জমাজমি নিয়ে বিরোধ বাধলে প্রতিপক্ষরা লাঠি দিয়ে কবীর হোসেনে মাথায় আঘাত করে। এতে গুরুত্বর আহত হন তিনি। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।















