বিএনপির অবরোধের বিরুদ্ধে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
176
বিএনপির-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল-অবরোধের বিরুদ্ধে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
শণিবার সন্ধ্যায় আওয়ামী লীগের উদ্যােগে দলীয় পুরাতন কার্যালয়ের সামনে থেকে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ নেতা হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের কোনো চক্রান্ত বাংলার মার্টিতে সফল হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে আওয়ামী লীগই যথেষ্ট। বিএনপিকে প্রতিরোধ করতে আওয়ামী সদাপ্রস্তুত রয়েছে। দেশের মানুষের কণ্ঠরোধ করার জন্য মানুষের ওপরে, পুলিশের ওপরে, সাংবাদিতদের ওপর হামলা করেছে। বিএনপি হলো স্বাধীনতাবিরোধী। তারা দেশকে ধ্বংস করতে চায়। বিএনপিকে প্রতিহত করতে দেশের মানুষের জানমাল রক্ষায় আওয়ামী লীগের  নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে আছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, সুব্রুত ব্যার্নাজী,  মিলন ঘোষাল, ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here