ক্রীড়া প্রতিবেদক : রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে চাঁচড়া রেলগেট যুব সংঘ। রোববার বিকেলে সুপার ফোরের শেষ ম্যাচে শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ২৩-৭ গোলে ডায়মন্ড ক্লাবকে পরাজিত করে।
ম্যাচে চাঁচড়া রেলগেট যুব সংঘের রাসেল ৯টি, শুভ ৬টি, রাজু ৫টি ও শুভ (২) ৩টি গোল করেন। অন্যদিকে ডায়মন্ড ক্লাবের রায়হান ৪টি, রাকিব, রাকিব (২), মহিদুল ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন জসীম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় সাইফুল আলম জামিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুন। হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রী সাহা মনির অনুষ্ঠান পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সোহেল আলম মামুন নিশাদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সায়েদা বানু শিল্পী প্রমুখ।