ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0
214
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর, অভয়নগর,কেশবপুর উপজেলার ৯৬ গ্রামের প্রাণকেন্দ্র বলে খ্যাত মশিয়াহাটীতে জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার  ৮ নভেম্বর  সকাল ১০টায় মশিয়াহাটি ডিগ্রি কলেজের অডিটোরিয়াম হলরুমে। মণিরামপুর উপজেলা পানি নিষ্কাশন কমিটির সভাপতি আল্বহাজ্ব এ্যাডঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উত্তরন তালা ও পানি নিষ্কাশন কমিটির আয়োজনে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি নিষ্কাশন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডল,অভয়নগর উপজেলা পানি নিষ্কাশন কমিটির সভাপতি ও সাবেক  ইউ পি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, কুলটিয়া ইউ পি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সুন্দলী ইউ পি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, হরিদাসকাটী ইউ পি চেয়ারম্যান আলমগীর হোসেন, খানপুর ইউ পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউ পি সদস্য শংকর মন্ডল ও নাজনীন নাহার শান্তা, সমাজসেবক খাইরুল ইসলাম ইমন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন এ বছর অনাবৃষ্টি ও ভবদহ সুইচগেটে উচ্চ ক্ষমতাসম্পন্ন সেচ পাম্পের কারনে জলাবদ্ধতা থেকে রক্ষা পেলেও ভবদহ সুইচগেটের উত্তর পার্শ্বে সকল খাল ও নদীনালাতে নেট-পাটা ও শেওলার কারনে পানি চলাচলের বাধা সৃষ্টি হচ্ছে যা আশু পদক্ষেপ না নিলে চলতি বোরো আবাদের মারাত্বক ক্ষতি হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন ভবদহের স্থায়ী সমাধানের জন্য সরকার বারোআওড়িয়া থেকে উত্তরাঞ্চালের ৬৩ কিঃ মিঃ নদী সংস্কারের উদ্যোগ নিয়েছেন যা মন্ত্রনালয়ের অনুমোদোনের অপেক্ষায় আছে। তিনি আরো বলেন এ অঞ্চলে সুষ্টু বোরো আবাদের জন্য আপনাদের সহযোগিতা পেলে অতিদ্রুত সকল খাল, নদ-নদী থেকে নেট পাটা ও সংস্কারের মাধ্যমে বিলের পানি সরানো সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরন তালা, সাতক্ষীরার দিলিপ রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here