যশোরের চুড়িপট্টিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু

0
303

স্টাফ রিপোর্টার : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব ওরফে সাজিদ (২২) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের চুড়িপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজিব শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাদল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানিয়েছেন, এদিন রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে ওই যুবক দৌড়ে মুরগি পট্টিতে চলে যায়। সেখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ওই মুরগি দোকানের কর্মচারী তানভীর হোসেন জানিয়েছেন, চুড়িপট্টির বিপি স্টোরের দিকে থেকে ওই যুবক দৌড়ে এসে এখানে পড়ে যায়। কিন্তু পিছন দিক থেকে ওই যুবককে সেই দুর্বৃত্তরা ধাওয়া করতে থাকে। কিন্তু এরই মধ্যে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
এই ঘটনার পরই খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে রাজিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় স্থানীয়রা জানিয়েছে, ইয়াছিন, রায়হান, পায়েল ও রাসেলসহ কয়েকজনে রাজিবকে ছুরিকাঘাত করেছে। চুড়িপট্টি এলাকার ভাই ভাই হোসিয়ারি স্টোরের মালিক অমিত দাস বলেন, রাজিব কর্মচারী হিসেবে এই দোকানে গত তিনদিন ধরে কাজ করছে। এক বছর আগেও রাজিব ওই দোকানে কাজ করতো। রাজিব এদিন রাত ৮টার দিকে অমিতের বাবা রতন কুমার দাসকে বলছে, আমি বাইরে থেকে আসছি। এর কিছুক্ষণ পরই জানা গেলো রাজিবকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। রাজিব শহরতলীর ঝুমঝুমপুরস্থ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয়রা আরো জানিয়েছে, রাজিব কিছু খারাপ ছেলেদের সাথে চলাফেরা করতো। হয়তো বা তার সেই সহযোগিরা তাকে ছুরিকাঘাত করেছে। এদিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইন জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চলছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here