যশোরের প্রধান শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

0
210
যশোর প্রতিনিধি : যশোর শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে উপজেলা চেয়ারম্যান কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযোগ করা হয় বারবার অভিযোগ নিয়ে গেলেও পুলিশ মামলা নিচ্ছে না।
বিদ্যালয়ের সভাপতি হতে প্রধান শিক্ষক নূরুল আমিনকে গত ৮ নভেম্বর বাড়িতে ডেকে নিয়ে দুইঘন্টা ধরে নির্যাতনের অভিযোগ যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ চৌধুরীর বিরুদ্ধে। এমনকি তাকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেয়া হয়। পরের দিন তিনি স্কুলে গিয়ে বর্তমান সভাপতিকে অপমানিত করে বেরও করে দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে শিরোনাম হলেও মামলা নেয়নি পুলিশ। এমতাবস্থায় শিক্ষক নির্যাতন ও মামলা না নেয়ার প্রতিবাদে আজ সোমবার আদর্শ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here