স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের মনিরামপুর উপজেলার শ্বশানঘাট এলাকা থেকে ১কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ জাহিদুর রহমান নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আজ বিকেল ৩টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জাহিদুর রহমান মানিকগঞ্জের সিংড়া উপজেলার চারি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের এক সদস্য মনিরামপুর উপজেলা শ্বশানঘাট এলাকায় অবস্থান করছে। এরপর বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।সে জানিয়েছে, সোনা নিয়ে ঢাকা থেকে যশোরের কেশবপুরের উদ্দেশ্য যাচ্ছিলো। এ ঘটনায় মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।















