কেশবপুরে কাউন্সিলর বাবুর অপসারণের দাবিতে মানববন্ধন

0
218

স্টাফ রিপোর্টার: কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে কাউন্সিলর পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর পৌরসভার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কেশবপুরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ কাউন্সিলর আফজাল হোসেন বাবুর অপসরণের দাবি জানিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র, ফারুক হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে একজন চাঁদাবাজ ও অবৈধ দখলদার হিসেবে আখ্যা দিয়ে তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করার দাবি জানান। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কাউন্সিলর পদ থেকে অপসারণ করার জন্য স্মারকলিপি প্রদান করবেন বলে উল্লেখ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here