ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে মা ও শিশু , বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

0
286
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি। খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে মা ও শিশু , বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং বৃক্ষরোপন করা হয়।  এ উপলক্ষে পরিষদ ভবনে গতকাল বুধবার বেলা ১২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রট(এডিএম) মো. আলিফ রেজা , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। ইউপি সচিব অনিষ বিশ্বাসের পরিচালনায় বক্তব‍্য দেন ইউপি সদস‍্য সঞ্জয় কুমার বিশ্বাস , শেখ মাহাবুর রহমান , মহিউদ্দিন কবিরাজ , মান্নান সরদার , মো. আইযুব হোসেন মোল্ল‍্যা , পারুল বেগম প্রমুখ। আলোচনা সভার পূর্বে পরিষদ চত্বরে মা ও শিশু কর্নার বঙ্গবন্ধু কর্নার ও গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here