অভয়নগরে গৃহহীন ভিডিপি সদস্যের জন্য নির্মিত ঘরের উদ্বোধন

0
370

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য নির্মিত ঘরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের এ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক দুঃস্থ ও গৃহহীন ভিডিপি সদস্যদের ঘর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বি, যশোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, অভয়নগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার, প্রশিক্ষক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার পায়রা গ্রামের ভিডিপির ইউনিয়ন দলনেত্রী জেসমিন খাতুনের ঘর উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা এলাকার ভিডিপি সদস্য লালটু রহমান ও কুষ্টিয়া এলাকার ভিডিপি সদস্য ফিরোজ আলীর হাতে নতুন নির্মিত ঘরের চাবি তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here