নিজস্বপ্রতিবেদক : বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আনন্দ মিছিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইছালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আনন্দ শোভাযাত্রা প্রদক্ষীন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা রাসেলের নেত্রিত্বে মনোহরপুর বাজারের একটি আনন্দ মিসিল মনোহরপুর বাজারে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
ইছালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুত্র ফেরদৌস হোসেন বাবু সঞ্চালনে তিন শত নেতাকর্মীর আনন্দ মিছিলে
আরো উপস্থিত ছিলেন , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোর্শেদ কাদির মোহন, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক দুখু মিয়া, সাবেক ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি মো. ওয়াজেদ আলী,সাবেক ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইছালী ইউনিয়ন যুবলীগের যুগ্নআহ্বায়ক দুখু মিয়া দুলু, ইউপি যুবরীগ নেতা ফিরোজ হোসেন, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুর রহমান বাচ্চু, যুলীগ নেতা মো. আনিচুর রহমান,সেলিম রেজা, ইমরান হোসেন সাগর, শাহাবার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর পৌর শাখার শ্রম বিষয়ক সম্পদক রাসেল কবীর,আনোয়ার হোসেন, হাবিল, সেচ্ছাসেবক লীগের হাদিউজ্জামন, প্রমুখ
মারকাটা কি নৌকা, জিতবে এবার নৌকা, জয় বাংলা জয় বঙ্গ বন্ধু স্লোগানে মুখরিত হয় মনোহরপুর বাজার। সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবোরো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়েছে। এছাড়া নির্বাচনের আগ পর্যন্ত যে কোন পরিস্থিতি থেকে বিএনপি জামাতের নাশকতা ঠেকাতে রাজপথের থাকার অঙ্গিকার প্রত্যয় ব্যাক্ত করেন।















