স্টাফ রিপোর্টার : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ নভেম্বের) বেলা ১১ টায় খুলনা টাইগার গার্ডেন ইন্টারন্যাশল হোটেলে নাগরিক উদ্যোগের আয়োজনে এল এন ও বি কোয়ালিশন ইএলএমসি প্রকল্পের খুলনা বিভাগের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.নাজমুল হুসাইন খান, উদ্বোধক হিসেবে প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা সমাজ সেবার উপপরিচালক খান মোতাহার হোসেন, সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান, ক্রিশ্চিয়ান এইডের প্রজেক্ট ম্যানেজার মাহেনুর আলম চৌধুরী, জবঘর ২৪.কম এর প্রধান নির্বাহী অদ্রিস দিপংকর, ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার আনজুম নাহিদ চৌধুরী, নাগরিক উদ্যোগ প্রকল্প সমন্ময়কারী মো. আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো.মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা,খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এল এন ও বি কোয়ালিশন ইএলএমসি প্রকল্পের খুলনা বিভাগের সহ সভাপতি মারিয়া ভূঁইয়া মেরী,সদস্য সালমা জাহান,শুভব্রত কুমার মিস্ত্রি, পাখি দত্ত, ইসরাত আরা হীরা।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুমন সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহীন আহমেদ, এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান চাকুরি মেলায় ১৪টি স্টল অংশ গ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপিকা ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। এ চাকুরি মেলায় স্থানীয় ও জাতীয় পযার্য়ের ১৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০৪ জন চাকুরি প্রার্থীরা অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার ১১ % পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। এই জনগোষ্ঠীর একটি উল্লেখ যোগ্য অংশ হলো দলিত, ক্ষৃদ্র নৃ গোষ্ঠী হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি। যে কারনে এই আয়োজন। এছাড়াও রাজশাহী বিভাগে ও সিলেট বিভাগে এই চাকুরি মেলা আয়োজন করা হবে । এই অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন, বন্ধু, ব্লাস্ট,নাগরিক উদ্যোগ,ওয়েভ ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















