শার্শার পল্লীতে স্বামী পরিত্যক্তা মহিলা খুন,পুলিশ হেফাজতে সাবেক স্বামী 

0
187
শহিদুল ইসলাম : যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের নিজ বাড়িতে সোনাভান (৪২) নামে স্বামী পরিত্যাক্তা এক মহিলা খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের মেয়ে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তিনি খুন হন। শার্শা থানা পুলিশ রাতেই সোনাভানের রক্তমাখা লাশ উদ্ধার করে। এসময় তার পাশে পড়ে থাকা একটি মেহগনির ডাল পুলিশ আলামত হিসেবে জব্দ করেন। পুলিশের ধারনা লাঠির আঘাতে সোনাভানকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার প্রাক্তন স্বামীকে হেফাজতে নিয়েছে। নিহত মহিলা সুদে টাকা লগ্নি করতেন।
পুলিশ জানায়, স্বামী পরিত্যক্ত সোনাভান আমলাই গ্রামে মাঠের ধারে নিজ বাড়িতে বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে সে বাড়ির আঙ্গিনায় বটিতে বসে মাছ কাটছিলো। এ সময় কেউ পিছন দিক থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাকপ্রতিবন্ধী ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।  এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামী আব্দুর রশিদকে পুলিশ হেফাজতে নেয়া হয়। হত্যার কারন এখনো জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারনা পরকীয়া ও টাকা লেনদেনের বিষয়ে তাকে কেউ হত্যা করতে পারে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তিনি বলেন, পারিবারিক ভাবে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগের পর তদন্ত করে প্রকৃত খুনি খুঁজে বের করা হবে। তবে পুলিশ তার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে তিনি সংবাদকর্মীদের জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here