কুষ্টিয়ায় কালি নদীতে বাঁধ নির্মান করে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

0
279

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের ফকির লালন শাহ সড়কের কালি নদির ব্রিজের উপরে। কালি নদীর উপরে বাঁধ নির্মান করে ইজারা দেওয়ার প্রতিবাদে স্হানীয় কৃষক, জেলে,ওসাধারন জনগন মানববন্ধন করেন, মানববন্ধনে তারা বলেন কালি নদির উপরে অবৈধ্য ভাবে বাঁধ নির্মান করে ইজারা দেওয়ার কারনে আমাদের কৃষি জমিতে পানি নিতে পারছিনা,  আবার বর্ষা মৌসুমে কৃষি জমিতে পানি জমে ফসল নষ্ট হয়। সরকার আমাদের দেশকে কৃষি নির্ভর করার কথা বার বার বোলছেন যেন কোথাও কৃষি জমি পরে না থাকে সব জায়গায় ফসল ফলাতে বোলছে, অথচ আমরা পানির অভাবে কৃষি কাজ ঠিক মত করতে পারছি না তাই আমাদের দাবি কালি নদিতে যেন বাঁধ দিয়ে ইজারা না দেওয়া হয়। আর কালি নদি আগে আমরা আমাদের বাপ দাদারা এই নদি থেকে মাছ শিকার করেও সংসার চালিয়েছে কিন্তু এখন আর আমরা আগের মত কালি নদিতে মাছ শিকার করতে পারিনা কারন এখন ইজারাদাররা ইজারা নিয়ে মাছ চাষ করে হাতে গোনা কয়েক পরিবার তাদের পকেট ভরছে আজ যদি এই কালি নদি উন্মুক্ত থাকতো তাহলে এই নদি থেকে হাজার জেলেদের সংসার চলতো তাই আমরা সরকারের কাছে বোলতে চাই আমাদের এই কালি নদি উন্মুক্ত করে কৃষি কাজে আরো সহায়ক ভুমিকা রাখবে এই কামনা করছি। এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ রানা, হাসান আলী, মোঃ রন্জু, কৃষক শহিদ, কৃষক হাফিজুল, জেলে আশরাফ আলী, বাবু হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here