চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি শামসুজ্জোহা সাধারণ সম্পাদক  তালিম হোসেন

0
168
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে  আওয়ামীপন্থী আইনজীবিরা ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টিতে ও গ্রন্থাগার সম্পাদকসহ  ৩টি পদে বিএনপিপন্থী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী জয়ী হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইনজীবী সমিতি কার্যালয়ে  একটানা ৪ ঘন্টা ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক শাহ আলম জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী সভাপতি পদে মোঃ শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক পদে মোঃ তালিম হোসেন, সহ-সভাপতি মোঃ  আকসিজুল ইসলাম রতন, সহ-সভাপতি মোঃ  কাইজার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম-সম্পাদক মোঃ  নাসির উদ্দিন (২), যুগ্ম-সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ  রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা ও মোঃ নজরুল ইসলাম বকুল, সদস্য মফিজুর রহমান মফিজ,  আব্দুল জব্বার ও শফিকুল ইসলাম জয়ী হয়েছেন।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ মশিউর রহমান পারভেজ, সদস্য মোঃ  মাসুদুর রহমান ও সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ  নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী ভোটযুদ্ধে ছিল। নির্বাচনে ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here