অভয়নগরে সংযোগ সড়কে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ

0
150

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে লেবুগাতি ব্রিজ সংযোগ সড়কে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শংকরপাশা ফেরিঘাট হইতে আমতলা বাজার সড়কের লেবুগাতি খালের উপর এলজিইডি এর তত্ত্বাবধানে ৬০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজের উভয় পাশে ৬০ মিটার করে ১২০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করার কথা। কিন্তু ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের কাজে তিন নাম্বার আমা ইট দিয়ে বাস্তা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উল্লেখিত সংযোগ সড়কের নির্মাণ কাজে তিন নাম্বার তথা আমা ইটের খোয়া দিয়ে ম্যাকাডামের কাজ করা হচ্ছে, যা খুবই নিম্নমানের। ৬ কোটি ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হলেও সংযোগ সড়ক নির্মাণে দেখা যাচ্ছে চরম অনিয়ম। স্থানীয় জনগণ বলেন ব্রিজটির কোয়ালিটি ভালো হলেও সংযোগ সড়কটির কাজে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হচ্ছে। যদি দুই এক বছরে নষ্ট হয়ে যায় তাহলে ব্রিজটি ব্যবহার করতে জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহমুদ ফারাজি বলেন, আমরা যে ইটের ব্যবহার করছি এটাই যথেষ্ট ভালো ইট। এই ইটে কোন সমস্যা হবে না এটা টেকসই হবে। উক্ত ব্রিজটি নির্মাণ করছে যৌথভাবে মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেড ও শামীম চাকলাদার জেভি।
এ ব্যাপারে উপজেলার প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, পুরাতন এক নম্বর ইটের খোয়া ব্যবহার করার নিয়ম রয়েছে। যদি তিন নাম্বার বা নিম্ন মানের ইট ব্যবহার করা হয় তাহলে আমরা তার ব্যবস্থা নিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here