এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোর-৬ (কেশবপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহ¯পতিবার দুপুরে যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শাহীন চাকলাদারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা তুহিন হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে তার দপ্তরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, জাকের পার্টির নেতা সাইদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক স¤পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিএম হাসান যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে তারা জানিয়েছেন।















