রোটারি পাবলিক ইমেজ অ্যাওয়ার্ড পেলেন জাহিদ টুকুন

0
171

রোটারি বাংলাদেশ ডিস্ট্রিকে পাবলিক ইমেজ অ্যাওয়ার্ড লাভ করেছেন রোটারিয়ান জাহিদ হাসান টুকুন। রোববার যশোরের একটি অভিজাত হোটেলে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন ডিস্ট্রিক গভর্নর আশরাফুজ্জামান নান্নু।
রোটারি বাংলাদেশ ডিস্ট্রিকের এডিশনাল গভর্নর ও যশোর রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুন পাবলিক ইমেজ প্রকল্প পরিচালনায় অবদান রাখায় তাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। এদিন যশোর শহরের মুজিব সড়কের একটি অভিজাত হোটেলে কাজের স্বীকৃতি স্বরূপ আনুষ্ঠানিকভাবে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন ডিস্ট্রিক গভর্নর আশরাফুজ্জামান নান্নু। এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোর ইস্টের প্রেসিডেন্ট অ্যাড. আবু সেলিম রানা, যশোর ক্লাবের প্রেসিডেন্ট মেহেদী হাসান, নকশিকাঁথা ক্লাবের প্রেসিডেন্ট জিল্লুর রহমান মানিক ও রনি প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here