স্টাফ রিপোর্টার কালীগঞ্জ,(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো (উফশী ও হাইব্রীড) ফসলের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। উপজেলার প্রায় ৪ হাজার ৮শ কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরন করা হয়।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা কৃষি
অফিসার সম্প্রসারন আক্তারুজ্জামান মিয়া প্রমুখ।অনুষ্ঠানে ১ হাজার ৪৫০জন চাষীকে হাইব্রীজ বীজ, ৪ হাজার ৮শ কৃষককে উফশী ধানের বীজ ৫ কেজি করে এবং ২০ কেজি সার প্রদান করা হয়েছে।















