মাসুম শাহরিয়ার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আটজন। তাদের মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকী দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকতা এস এম রফিকুল ইসলাম।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আব্দুল হাই, জাতীয় পার্টির মনিকা আলম, তৃণমূল বিএনপির জাহাঙ্গীর মাজমদার, ও ন্যাশনাল পিপলস পার্টির আনিচুর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নজরুল ইসলাম দুলাল ও মুনিয়া জাহান।
মনোনয়নপত্র বাতিল হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শিহাবুজ্জামানের।
মনোনয়নপত্র বৈধতা পাওয়া স্বতন্ত্র দুই প্রার্থী নজরুল ইসলাম দুলাল ও মুনিয়া আফরিন। সম্পর্কে স্বামী-স্ত্রী। গত ৩০ ডিসেম্বর তারা দুইজনই মনোনয়নপত্র জমা দেন। যদিও মুনিফা আফরিনের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি পরে সামনে আসে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারী। ইতোঃমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। বৈধ প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৮ ডিসেম্বর। প্রার্থীতা বাতিল করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।















