আবুল কাশেম : নড়াইলে নবাগত পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসানকে নড়াইল মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মরণ প্রদান ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার ৪ ডিসেম্বর বেলা ১টায় নড়াইল মডেল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন নড়াইলে নবাগত পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান।
শুভেচ্ছাত্তোরে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা যে কোনো অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে তথ্য প্রদান করলে নড়াইলে কোনো অপশক্তি মাথাচারা দিয়ে উঠতে পারবে না। সাংবাদিকদের সচেতনতাই একটি সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেখানে যে অবস্থায়ই থাকি সর্বোচ্চ সেবা দানের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় সব সময় নিজেকে যেনো নিয়োজিত রাখতে পারি।
এছাড়াও জেলার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
নড়াইল মডেল প্রেস ক্লাবের সভাপতি খন্দকার আছিফুরের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনে অন্যান্যেদের মধ্যে ছিলেন নড়াইল মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কাশেম , সাধারণ সম্পাদক অশোক কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,অর্থ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রাসেল হুসাইন ,উপ-অর্থ সম্পাদক ইমন খান, উপ- প্রচার সম্পাদক সৈয়দ রমজান হোসেন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, আইসিসি সম্পাদক সাজ্জাদ আলী,তথ্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ শেখ, মহিলা বিষয়কসম্পাদক ফাতেমা খানম মৌসুমি, নির্বাহী সদস্য সদস্য মিনাররুজ্জামানসহ নড়াইল মডেল প্রেসক্লাবে সকল সদস্য উপস্থিত ছিলেন ।















