চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিবি পুলিশের হাতে ১কেজি ৬শ ৩৫ গ্রাম স্বর্নের গহনা ও মটরসাইকেলসহ এক চোরাকারবারী গ্রেফতার 

0
151
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ডিবি পুলিশ দামুড়হুদায় এক অভিযানে  ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের স্বর্নের তৈরি গহনা ও মোটর সাইকেল সহ এক চোরাকারবারিকে আটক করেছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে একদল পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের লোকনাথপুর গ্রামের একটি আমবাগানে এ্যাম্বুস করে।  এ সময় মোটর সাইকেল যোগে যাওয়ার পথে লোকনাথপুর গ্রামের দাউদ আলীর ছেলে সাইদ হোসেন(৪০) কে পুলিশ থামতে বলে।সে পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে।এসময় স্থানীয় লোকজনের সামনে তার দেহ তল্লাশী করে ৬টি ছোট বড়ো প্যাকেট ভর্তি ১ কেজি ৬ শ ৩৫ গ্রাম স্বর্নের গহনা ও চোরাচালান কাজে ব্যবহারের আর টি আর ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধার করে।সঙ্গে সঙ্গে  চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে আটক ব্যাক্তিকে মামলা সহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধার স্বর্নালংকার চুয়াডাঙ্গার ট্রেজারিতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here