যশোর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
157
১১০০-১৪৩০ ঘটিকা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতাল চত্বরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের আয়োজনে ডা. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ২০১৯-২০২২ সাল পর্যন্ত যশোর জেনারেল হাসপাতাল ও যশোর মেডিকেল কলেজের ২৭ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা (৫০০/৬০০) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
২। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মনজুরুল মুরশিদ, পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ কামরুল ইসলাম বেনু, সভাপতি, বিএমএ, যশোর জেলা শাখা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ বাশার, সাধারণ সম্পাদক বিএমএ, যশোর শাখা; ডাক্তার আবুল হাসনাত মোঃ আহসান হাবিব, অধ্যক্ষ যশোর মেডিকেল কলেজ; ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, সিভিল সার্জন, যশোর; ডাক্তার গোলাম মোর্তজা; ডাক্তার পার্থ প্রতীম চক্রবর্তী; ডাক্তার হিমাদ্রি শেখর; ডাক্তার তৌহিদুল ইসলাম প্রমুখ।
৩। উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারা যশোরে স্বাস্থ্য সেবাকে আরো উন্নত করতে অঙ্গীকার বদ্ধ বলে মতামত ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী দিক নির্দেশনায় স্বাস্থ্য সেবা অনেক উন্নত হয়েছে এবং অগ্রগতি লাভ করেছে বলে অভিমত ব্যক্ত করেন। সরকারিভাবে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে ও কমিউনিটি হাসপাতাল স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here