মোঃ বাবলু মল্লিক (কালিয়া) নড়াইল প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল জেলায় কালিয়া থানা ও নড়াগাতী দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
তথ্যসূত্রে জানানো হয়। কালিয়া থানার ওসি শেখ তসনীম আলম কে মাগুরার শ্রীপুর থানায় বদলি করা হয়েছে, নড়াগাতী থানার ওসি সুকান্ত কুমার সাহাকে ডুমুরিয়া থানায় বদলি করা হয়েছে।
এদিন বিকেলে সারা দেশের মোট ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন শুক্রবার সময় বাড়ায়।















