আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জয়তী সোসাইটির মানববন্ধন

0
254

কাগজ সংবাদ : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জয়তী সোসাইটির ৫৪টি সংগঠন নিজ নিজ এলাকায় পক্ষকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে। শনিবার বিকালে বেজপাড়া তালতলা মোড়ে জয়তী সোসাইটি পরিচালিত স্বাধীন, সৃষ্টি, বিপ্লবী ও আলোক মহিলা উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শম্পা রাণী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র রোকেয়া পারভীন ডলি। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-সুফিয়ান আনন, অনির্বান ক্লাবের আজীবন সদস্য ডাক্তার আবুল হোসেন, কচিকাঁচা পরিষদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বেজপাড়া পুলিশিং কমিটির সেক্রেটারী আলমগীর হোসেন, সমাজসেবক শেখ সুলতান, শিক্ষিকা শামীম আরা, বেজপাড়া মহিলা আওয়ামীলীগের সেক্রেটারী দিলারা সুলতানা। আরো উপস্থিত ছিলেন স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা, জয়তী সোসাইটির এমআইএস কর্মকর্তা উদয়শংকর দত্ত, জয়তী সোসাইটির কর্মী-কর্মকর্তাসহ উপরোক্ত সংগঠনসমূহের নারী সদস্য, নেতা ও কর্মী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটি ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।অপর মানববন্ধনটি ধর্মতলা কারবালা রোডে সততা, পাথেয়, নবজাগরণ ও প্রভাতী মহিলা উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রভাতী মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী জেসমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মনিরামপুর কলেজের সহকারি অধ্যাপক ফিরোজা বুলবুল কলি। বিশেষ অতিথি ছিলেন পপুলার কিন্ডার গার্ডেন এর শিক্ষক আলী হোসেন। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, সিনিয়র হিসাব রক্ষক ইমদাদ আলী, অডিটর আব্বাসুর রহমান, বিউটি কুন্ডু, নূরজাহান আক্তারসহ উপরোক্ত সংগঠন সমূহের নারী সদস্য, নেতা কর্মী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার শাহিনা আক্তার সীমা।এদিকে জয়তী সোসাইটি সাড়াপোল সিরালী মদনপুর শাখার আয়োজনে সাড়াপোল বাজার এ ম্যানেজার(অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ^াসের সভাপতিত্বে মানববন্ধন ও ৬০ ঊর্ধ্ব মা ও গরীব সদস্যদের মাঝে চাউল, মশারী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিমনগর ইউনিয়নের ইউপি সদস্য হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য শফিয়ার রহমান, সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী মহসিন হোসেন। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটি’র ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির কোষাধ্যক্ষ ফিরোজা খাতুন, প্রোগ্রাম ম্যানেজার-২ হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার বিধান কুমার রায়, মিজানুর রহমান, আসাদুল ইসলাম ও আসলাম আলীসহ উপরোক্ত শাখার প্রায় ২০০(দুইশত) জন নারী সদস্য, নেতা – কর্মী ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য এদিন ৬০ জন ৬০ ঊর্ধ্ব মা ও গরীব সদস্যদের মাঝে চাউল, মশারী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here