যশোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৮ জয়িতা সম্মাননা প্রদান

0
152

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১ টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
এ বছরের প্রতিপাদ্য ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে ৮ জন মহিলাকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী সম্মাননা প্রাপ্ত নারীরা হচ্ছেন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ড. নাছরিন সুলতানা লাকি, অর্থনৈতিকভাবে সাফল্য নাজমা খাতুন, সফল জননী বন্দনা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করেছেন নাজমুল নাহার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন রাফেজা খানম। উপজেলা পর্যায়ের সাফল্য অর্জনকারী সম্মাননা প্রাপ্ত নারীরা হচ্ছেন, অর্থনৈতিকভাবে ইয়াসমিন সুলতানা, সফল জননী নাজমা বেগম এবং সমাজ উন্নয়নের অসামান্য অবদানে রোজী হোসেন। অনুষ্ঠানে যশোর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, আমি আজের এ দিনে সকল নারীদেরকে স্মরণ করছি। আমদের সমাজে অনেক পুরুষ তার দায়িক্তরত কর্তব্যকে সুযোগ হিসাবে নারীদেরকে ব্যবহার করে। নারীদের বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষে কাজ করা হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক শারমীন আহমেদ, রহিমা খাতুন, সালমা খাতুন, নাসিমা সুলতানা, ফিরোজা পারভীন, অনিকা রহমান, সিফাত জাহান এবং ফিল্ড সুপারভাইজার মিতা মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমত আরা এশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here