যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক যাত্রীবাহী বাস থেকে ৫৫০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ ও ধ্বংস 

0
230
যশোর অফিস : যশোরে যাত্রীবাহী বাস থেকে ৫৫০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ ডিসেম্বর) গভীর রাত ২টার দিকে শহরের মনিহার মোড়ে অভিযান চালিয়ে এ ভেজাল চিংড়ি জব্দ করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, র‌্যাবের সদস্যারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে সাতক্ষীরার শ্যামনগর হতে হিমেল সিমান্ত পরিবহনের একটি বাস যশোর মনিহার মোড় হয়ে শেরপুর যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি উল্লেখিত বাসটি থামানো হয়। বাসের বক্সে ও ছাদে রাখা ককসিটে সংরক্ষিত চিংড়িতে জেলি পুশ করেছে কিনা তা চেক করা হয়। এ সময় ওই বাসে থাকা ২২ টি ককসিট ভর্তি আনুমানিক (৫৫০ কেজি) চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে জেলি পুশ করার প্রমান পাওয়ায় ককসিট ভর্তি ওই ভেজাল চিংড়ি জব্দ করা হয় এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বাসের মালিক সঞ্জয় গুপ্তকে (৪২) সাড়ে ৩৪ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও জানান, জরিমানার টাকা বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি উপস্থিত জনগণ, মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here