মিঠুন দত্ত:যশোরের অভয়নগরে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার সময় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিপুন বিশ্বাস (১৩) বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র। সে বাঘুটিয়া গ্রামের কানু বিশ্বাসের ছেলে।
মৃত্যু নিপুন বিশ্বাসের পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ সকালে নিপুন বিশ্বাসের কাকার বাড়ির ছাদে রাজমিস্ত্রীরা কাজ করছিল। আজ কাজে কেউ না আসায় নিপুন ওই ছাদে যেয়ে ইলেকট্রিক তারের সংযোগ খুলতে যায়। এসময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পরে, পরে তাকে তার পরিবারের লোকজন দ্রুত অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্স্রের চিকিৎসক আলীমুর রাজীব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপুন নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয় ।পরে তার পরিক্ষা নিরিক্ষা শেষে দেখা যায় হাসপাতালের আনার আগেই তার মৃত হয়েছে ।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, উপজেলার বাঘুটিয়া গ্রামের একজন স্কুল ছাত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। এ বিষয়ে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।















