রাজগঞ্জে একই রাতে দুটি দোকানে চুরি

0
173
আনিছুর রহমান:- মঙ্গলবার গভীর রাতে টিনের চাল কেটে ও দেয়াল ভেঙ্গে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে দুটি দোকানে ঢুকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র। বাজারের চৌরাস্তা মোড় সংলগ্ন সানজিদা কসমেটিক এন্ড বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ টাকা ও সাথী ড্রাগ হাউজ থেকে নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দোকান দুটি পরিদর্শন করেছেন। এ বিষয়ে সানজিদা কসমেটিক এন্ড বিকাশ দোকানের মালিক রাশিদুল ইসলাম জানান, দোকানের ক‍্যাশ ড্রয়ে ৪ লাখের কিছু বেশি টাকা ছিল। চোর চক্র দোকান ঘরের দেয়াল ভেঙ্গে ভীতরে ঢুকে সব টাকা গুলো নিয়ে গেছে। দোকান প্রচুর মালামাল রয়েছ্র। চোরেরা কোন মালামাল নিয়ে গেছে কি না তা এখন বুঝতে পারছি না। তিনি আরো বলেন, চুরির ঘটনার সাথে নাইট গার্ডেরা জড়িত রয়েছে বলে ধারনা করছি। কথা হয় সাথী ড্রাগ হাউজের মালিক আসাদের সাথে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রনে সমস‍্যা রয়েছে। নাইটগার্ডের কারনে চুরি হয়েছে। কারন একটা ঘরের টিন কাটলে অবশ‍্যই শব্দ হবে। কিন্তু সেই শব্দ নাইট গার্ডরা শুনতে পায়নি। তাই আমিও ধারনা করছি চুরির সাথে নাইট গার্ডরা জড়িত রয়েছে।বিষয়টি নিয়ে ইন্সপেক্টর বানী ইসরাইল বলেন, চুরির বিষয় জানতে পেরে সেখানে যাওয়া হয়েছে। বিষয়টি উৎঘাটনের জোর প্রচেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here