চার জেলায় অনুদান ত্রিশ লাখ ৭০ হাজার টাকা/ যশোরে সাড়ে ১৭ লাখ টাকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরন

0
147

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত
অনুদানের চেক যশোর জেলা প্রশাসনের কার্যালয় অমিত্রাক্ষর
সম্মেলন কক্ষে বিতরন করা হয়। গতকাল জেলার মাসিক উন্নয়ন
সমন্বয় কমিটির সভা শেষে অনুদানের চেক বিতরন করেন জেলা
প্রশাসক মোঃ আবরাউল হাছান মজুমদার। যশোর জেলা প্রশাসনের
আয়োজনে জেলা প্রশাসক মোঃ আবরাউল হাছান মজুমদার এর
সভাপতিত্বে, জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক
রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ
সভাপতি সাইফুজ্জাম পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও
অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, যশোর জেনারেল হাসপাতালের
তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) এবং (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস. এম.
শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ
সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ।
মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার সার্বিক
পরিস্থিতি ও চলমান বিভিন্ন সরকারী কাজের অগ্রগতি,
প্রতিবন্ধকতাসহ উত্তোরণের বিভিন্ন বিষয় এবং প্রকল্পের কাজের
অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ভুক্তভোগীদের মাঝে
চার জেলার এ অনুদানের চেক বিতরন করা হয়। কলকারখানা ও
প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর কার্যালয়ের অধিক্ষেত্রাধীন
৪টি জেলার (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল) বিভিন্ন
প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কর্মরত
শ্রমিকদের/শ্রমিকের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার অনুদান
হিসেবে মোট ৭৩টি চেক অনুমোদিত হয়। এর মধ্যে যশোরে
৪২টি (১৭,৫৫,০০০ টাকা), ঝিনাইদহে ০৯টি (৩,৮৫,০০০ টাকা),
মাগুরায় ০৮টি (৩,৫০০,০০০ টাকা) এবং নড়াইলে ১৪টি (৫,৮০,০০০
টাকা)। ৭৩ টি চেকের অনুদান হিসেবে সর্বমোট ৩০,৭০,০০০/-
(ত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের
অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রাতিষ্ঠানিক ও
অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণ সাধনেরউদ্দেশ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ (২০০৬
সনের ২৫ নং আইন) প্রণয়ন করা হয়। এছাড়াও, বাংলাদেশ শ্রম
আইন, ২০০৬ এর ধারা-২৩৪ মোতাবেক কোন কোম্পানী (হিসাব
বৎসর শেষে যার স্থায়ী সম্পদের পরিমাণ অন্যূন ২ কোটি টাকা) সে
কোম্পানীর নিট মুনাফার ০৫% অর্থ ৮০:১০:১০ অনুপাতে যথাক্রমে
অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ
ফাউন্ডেশনে জমা প্রদান করতে হয়। উল্লেখ্য যে, শ্রম ও কর্মসংস্থান
মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী পদাধিকারবলে বাংলাদেশ শ্রমিক
কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। সারাদেশ থেকে
শ্রমজীবী মানুষের আবেদনের প্রেক্ষিতে প্রতি ০৩ মাস পর পর
অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আবেদন/কাগজপত্র যাচাই বাছাই
করে চেক অনুমোদন করা হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here