নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও
ভালোবাসায় যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির
সূচনা হয়। এরপর শহরের মণিহার এলাকায় বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পনের
মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ
করেন যশোরবাসী।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক দলসহ
বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের ঢল নামে বিজয়স্তম্ভে। এছাড়াও
স্টেডিয়ামে সমাবেশ মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনি
অনুষ্ঠিত হয়। এদিন হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, কিশোর উন্নয়ন
কেন্দ্রে, বৃদ্ধাশ্রম, এতিমখানায় উন্নতমানের খাবার দেয়া হয়। এদিকে
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডেসহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতার
পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার বিজয়ের ৫২ বছর পূর্তির আনুষ্ঠানিকতা প্রথম প্রহরে (১৬
ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে শহরের মণিহার মোড়ে বিজয়স্তম্ভে
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক
মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এরপর একে একে বিনম্র শ্রদ্ধা
জানান জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা মুক্তিযোদ্ধা
সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও
মুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল
ইসলাম মিলন, জেলা পরিষদ পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা
আসাদুজ্জামান, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান
পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ট্রেজার অধ্যাপক ড.
মো. আনিসুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের
চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, অধ্যক্ষ প্রফেসর মর্জিনা
আক্তারের নেতৃত্বে যশোর সরকারি এমএম কলেজ, যশোর সদর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের পক্ষে
সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপু, জেলা আওয়ামী
মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
জোৎস্না আরা মিল্#ি৩৯;র নেতৃত্বে জেলা মহিলা আওয়ামী লীগ, এসএমনিয়ামত উল্লাহ্ধসঢ়;র নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ,
বিএনপির জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে যশোর
জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের
কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা যুবলীগ,
জেলা ছাত্রলীগ, জেলা কৃষক লীগ, যুব মহিলা লীগ, জেলা শ্রমিক লীগ,
যশোর মেডিকেল কলেজ, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি
বিশ্বাসের নেতৃত্বে সিভিল সার্জন যশোর, তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন
অর রশীদের নেতৃত্বে ২৫০ শয্য বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল, জেলা
শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের নেতৃত্বে শিক্ষা অফিস,
প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন।
এছাড়াও বিএডিসি পরিবার, বিআরটিএ যশোর, জেলা রোভার স্কাউট,
জেলা তুলা উন্নয়ন বোর্ড, জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা সড়ক ও জনপথ
বিভাগ, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ সিবিএ, গ্রাম উন্নয়ন
কর্ম যশোর, টি এম এস এস যশোর, ডাক বিভাগ যশোর, জেলা নিরাপদ
খাদ্য কতৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যশোর, জেলা এনজিও
ফেডারেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোর, সদর উপজেলা পরিবেশক
শ্রমিক ইউনিয়ন, কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেট যশোর, ব্যুরো
বাংলাদেশ যশোর অঞ্চল, কৃষি বিপণন যশোর, যশোর বিমানবন্দর, সনাতন
ধর্ম সংঘ যশোর, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, আই
ই বি যশোর, যশোর কলেজ, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যশোর
সরকারি সিটি কলেজ, ভোরের সাথি যশোর, জাগপা যশোর, নিজের বলার
মতো একটা গল্প ফাউন্ডেশন জেলা টিম, নিরাপদ সড়ক চাই যশোর,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র যশোর, জনস্বাস্থ্য
প্রকৌশল অধিদপ্তর যশোর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, হাটার
সাথী যশোর, ওজোপাডিকো যশোর, রেড ক্রিকেট যশোর, বাংলাদেশ
ডেভেলপমেন্ট ব্যাংক যশোর শাখা, উপশহর কলেজ যশোর, বিটিসিএল
যশোর, প্রবাসী কল্যাণ ব্যাংক যশোর, জয়তী সোসাইটি, অগ্রণী
ব্যাংক যশোর শাখা, বিসিক যশোর, যশোর সরকারি মহিলা কলেজ, জনতা
ব্যাংক যশোর শাখা, বাংলাদেশ সাউথ ওয়েস্ট মডেল ইন্সটিউট, জেলা
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বিসিএমসি কলেজ, কৃষি ব্যাংক যশোর,
জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল
এন্ড কলেজ, পিটিআই যশোর, হামিদপুর আল-হেরা কলেজ যশোর, রূপালী
ব্যাংক লিমিটেড যশোর, এসএসএসি-৮৭ ব্যাচ, তালবাড়িয়া ডিগ্রী
কলেজ, সোনালী ব্যাংক যশোর অঞ্চল, উপশহর মহিলা ডিগ্রী কলেজ যশোর,ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর
যশোর, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, ওএমএস ডিলার অ্যাসোসিয়েশন
যশোর, অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিস যশোর, বাংলাদেশ প্রাণিসম্পদ
গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি
যশোর, জেলা গ্রন্থাগার সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর,
ভবেরহাট যশোর, বিবর্তন যশোর, কিংশুক যশোর, চারুপল্লী চিত্রাংকন
শিক্ষালয় যশোর, শেকড় যশোর, মা নৃত্যালয় যশোর, স্পন্দন যশোর, উৎকর্ষ
যশোর, সুর নিকেতন যশোর, চাঁদেরহাট যশোর সুরধনী যশোর, প্রত্যায়
থিয়েটার যশোর, তির্যক যশোর, ব্যঞ্জন থিয়েটার, উদীচী যশোর, অক্ষর
শিশু শিক্ষালয় মুন্সি রইস উদ্দিন সংগীত একাডেম, প্রথম আলো বন্ধু
সভা, ভৈরব সামাজিক সাংস্কৃতিক সংগঠন যশোর, সুরবিতান সঙ্গীত
একাডেমি যশোর, জেলা শিল্পকলা একাডেমি, যশোর ব্লাড ব্যাংক,
জোনাল সেটালমেন্ট অফিস যশোর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র
যশোর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যশোর, স্বাধীনতা
চিকিৎসা পরিষদ যশোর, জেলা পরিসংখ্যান অফিস, সদর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ রেলওয়ে
যশোর, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যশোর, বিদ্রোহী সাহিত্য
পরিষদ যশোর, সহযোগী মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ যশোর, জেলা
জাতীয় যুব জোট, জেলা মহিলা পরিষদ, জেলা ৭১ ঘাতক দালাল নির্মুল
কমিটি, সনাক-টিআইবি যশোর, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ
যশোর, উলাসী সৃজনী সংঘ, সকল এপেক্স ক্লাব যশোর, বাঁচতে শেখা,
যশোর পলিটেকনিক ইনস্টিউট, যশোর জেলা আইনজীবী সমিতি,
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যশোর, বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মহিলা সমবায় সমিত, শক্তি উন্নয়ন সংঘ,
অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান
কমান্ড, থিয়েটার ক্যানভাস যশোর, জেলা বাম গণতান্ত্রিক জোট,
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর, বাংলাদেশের কমিউনিস্ট
পার্টি যশোর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আদ্ধসঢ়;- দ্বীন সখিনা
মেডিকেল কলেজ যশোর, সপ্তাহে একটি বই পড়ি যশোর, মুক্তিযোদ্ধা
সন্তান কমান্ড যশোর, জেলা মৎস্যজীবী লীগ, জেলা জাতীয় যুব পরিষদ,
যশোর সাংস্কৃতিক কেন্দ্র, ইছালী মডেল কলেজ, এস এম সুলতান ফাইন
আর্ট কলেজ যশোর, যশোর ইনস্টিটিউট, জেলা মুদ্রণ শিল্প মালিক
সমিতি, জেলা জাকের পার্টি, নাসিব যশোর, জাতীয় ভোক্তা অধিদপ্তর
যশোর, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, শহীদ মশিউর রহমান ল’ কলেজ
যশোর, যশোর সরকারি কলেজ, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, জেলা















