ভারণে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দলিল লেখকের মৃত্যু

0
131
জসিম উদ্দিন, শার্শা :যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম (৪০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নাভারণ পুরাতন বাজারের আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম শার্শা উপজেলার বসতপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল আলম সন্ধ্যায় যশোর থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্যোশ্যে ফিরছিলেন। অপর দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক নাভারন পুরাতন বাজারের আকিজ বিড়ি ফয়াক্টরির সামনে তাকে সরাসরি চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থাকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম পক্রীয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here